ইন্টারভিউ এর জন্য আপনি যা করবেন (interview) 01


কেমন আছেন সবাই ?আশা করি সবাই ভালো আছেনআমিও আপনাদের দোয়ায় ভালো আছি

বন্ধুরা আমরা যারা পড়ালেখা শেষ করেছি এখন চাকুরির জন্য ইন্টারভিউ দিবো। তাদের কিছু বিষয়ের দিকে নজর রাখা জরুরী? কেননা এখানে আপনাকে সবার চেয়ে আলাদা হতে হবে, আর এ জন্যই আপনাকে নিচের বিষয়ের দিকে খুব মনোযোগী হতে হবে। চলুনতো একবার দেখি সে বিষয় গুলো কী?
*ইন্টারভিউ এর জন্য আপনি যা করবেনঃ

*আগেই বাড়িতে প্রস্তুতি নিন।
*ইন্টারভিউ সব বিষয়ে আপনাকে সচেতন থাকতে হবে।
*আপনার আচোরন যেন মার্জিত হয়।
*রুমে প্রবেশের আগে মিস্টি করে হেসে অনুমোতি নিন।
*আপনাকে বসতে বলা হলে ধন্যবাদ যানাবেন।
*আপনার পেশা অনুযায়ী পোশাক পোড়বেন এবং ফর্মাল পোশাকের দিকে নজর রাখবেন।
*সময় অনুযায়ী সবাইকে সম্ভাষণ করুন।
*চেয়ারে সোজাহয়ে বসবেন।
*প্রয়োজনীয় কাগজগুলো গুছিয়ে রাখুন।
*মনকে স্থির রাখুন।
*ইন্টারভিউ শেষে সবাইকে ধন্যবাদ যানাবেন।


আগামী পর্বে থাকব _  
*ইন্টারভিউ এর জন্য আপনি যা করবেন না।
*ইন্টারভিউ এ যা ঘটে।
*ইন্টারভিউ এ যা ঘটা উচিত।

বন্ধুরা আজ এ পর্যন্তই, প্রীয়জনকে নিয়ে থাকো ভালো থাকো এই কামনায় এখানেই বিদায় নিচ্ছি,আল্লাহ হাফেজ


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন