ইন্টারভিউ এর জন্য আপনি যা করবেন না (interview) 02


কেমন আছেন সবাই ?আশা করি সবাই ভালো আছেনআমিও আপনাদের দোয়ায় ভালো আছি
বন্ধুরা আগের পর্বে আমরা ইন্টারভিউ এর জন্য আপনি যা করবেন এ বিষয়ে দেখেছি। আজ আমরা এর পরের বিষয় গুলো নিয়ে আলোচনা করবো। চলুনতো একবার দেখি সে বিষয় গুলো কী?
*ইন্টারভিউ এর জন্য আপনি যা করবেন নাঃ
* কখনই মাথা নিচু করে কথা বলবেন না।
* আপনার পরিবেশ ও পেশার সাথে মানায় না এমন পোশাক পরবেন না।
* বেশী রঙ্গিণ পোশাক পরবেন না।
* চেয়ারে বাঁকা হয়ে বসবেন না।
* তাদের সামনে রুমাল বের করে ঘাম মুছবেন না।
* হাত চুলকাবেন না।
* আমতা আমতা করে কথা বলবেন না।
* প্রশ্নের উত্তর না জানলে সরাসারি জানি না বলুন।
* পরীক্ষকদের সম্মান হানি হয় এমন কিছু কবেন না।
আগামী পর্বে থাকব _ 
*ইন্টারভিউ এ যা ঘটে।
*ইন্টারভিউ এ যা ঘটা উচিত।

বন্ধুরা আজ এ পর্যন্তই, প্রীয়জনকে নিয়ে থাকো ভালো থাকো এই কামনায় এখানেই বিদায় নিচ্ছি,আল্লাহ হাফেজ



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন