ইন্টারভিউ এ যা ঘটে (interview) 03



কেমন আছেন সবাই ?আশা করি সবাই ভালো আছেনআমিও আপনাদের দোয়ায় ভালো আছি
বন্ধুরা আগের পর্বে আমরা ইন্টারভিউ এর জন্য আপনি যা করবেন ও ইন্টারভিউ এর জন্য আপনি যা করবেনা এ বিষয়ে দেখেছি। আজ আমরা এর পরের বিষয় গুলো নিয়ে আলোচনা করবো। চলুনতো একবার দেখি সে বিষয় গুলো কী? 
2
*ইন্টারভিউ এ যা ঘটেঃ
* নির্দিস্ট সময়ে পৌছাতে না পারায় আপনার যোগ্যতা থকা সত্যেও আপনি তাদেরকে খারাপ নজরে পরে গেলেন।
* আপনি নিজেকে অনেক সচেতন মনে করতে গিয়ে অনেক সহজ প্রশ্নের উত্তর দিতে পারলেন না।
* অনেক সময় দেখা যায় যে আপনি প্রশ্নের উত্তর না জেনেও জানার ভাব ধরলেন।
* নার্ভাস হয়ে মুখ থেকে কথার সাথে থুথু বের হয়ে গেলো।
* ভয় পেয়ে গলা কেপে গেলো বা কান্না কান্না ভাব হয়ে গেলো।


আগামী পর্বে থাকব _ 
*ইন্টারভিউ এ যা ঘটা উচিত।
বন্ধুরা আজ এ পর্যন্তই, প্রীয়জনকে নিয়ে থাকো ভালো থাকো এই কামনায় এখানেই বিদায় নিচ্ছি,আল্লাহ হাফেজ




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন