মজিলা ফায়ারফক্স এর জনক (Blake Ross)


কেমন আছেন সবাই ?আশা করি সবাই ভালো আছেনআমিও আপনাদের দোয়ায় ভালো আছি তোমরা অনেকেই হয়তো ‘মজিলা ফায়ারফক্স’ ব্রাউজার ব্যাবহার কর। কিন্তু তোমরা কি জানো এটি কে আবিস্কার করেছে? হ্যাঁ বন্ধিরা আজ আমি ব্লেইক রস এর কথা বলব।মজিলা ফায়ারফক্স এর জনক ব্লেইক রস । চলো তাহলে জেনে নেই কিভাবে তিনি এ অমুল্যবান আবিস্কারের জন্ম দেন।




তখন মাত্র ১৫ বছর বয়স ব্লেইক রসের। ২০০০ সালে যখন ক্যালিফোর্নিয়ায় মজিলার কার্যালয়ে শিক্ষানবিশ হিসেবে যোগদেন। পিতার নাম ফ্লোরিডা। মজিলা কম্পানির নেটস্কেপকে শেষ চেস্টা চলছিল। ব্লেইক রস নেটস্কেপ এর একটি নতুন সংস্করণ তৈ্রি করেন ২০০২ সালে। তবে এটার নাম পরিবর্তন করে রাখা হয় ফায়ারফক্স, পরে এর সাথে কম্পানির নাম জুরে দেওয়া হয় মজিলা। ফলে নাম হয়ে গেলো মজিলা ফায়ারফক্স। এ ব্রাউজারের গতি ও নকশা অন্যান্য ব্রাউজার থেকে আলাদা। ২০০৪ সালে বাজারে ছাড়া হয় মজিলা ফায়ারফক্স। বাজারে ছারার মাত্র ২৪ ঘন্টার মধ্যে ২০ লাক্ষ বার ডাউনলোড করা হয় ব্রাউজারটি। সঙ্গে সঙ্গে জনপ্রিয়তা বারতে থাকে এর। ফলে মজিলা সফলতার মুখ দেখে। এক সময় ইন্টারনেট এক্সপ্লোরারের চেয়ে বেশী জনপ্রিয় হয়ে যায় এবং শীর্ষস্থান দখল করে। সাইবার বিশ্বকে চমকে দেওয়া ব্লেইক রস এখন ব্লেইক স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে কর্মরত আছেন।
বন্ধুরা আজ এ পর্যন্তই, প্রীয়জনকে নিয়ে থাকো ভালো থাকো এই কামনায় এখানেই বিদায় নিচ্ছি,আল্লাহ হাফেজ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন