Mozilla Firefox তথ্য ফিরিয়ে আনা


কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেনআমিও আপনাদের দোয়ায় ভালো আছি অনেক সময় আমাদের কম্পিউটের এ সমস্যা দেখা দিলে আমরা অপারেটিং সিস্টেম পরিবর্ত করি। আর তাই Mozilla Firefox রিমুভ হয়ে যায়। Mozilla Firefox রিমুভ হলে এর সকল তথ্য মুছে যায়। কিন্তু প্রয়োজনীয় তথ্য ফিরিয়ে আনাজায় খুব সহযেই। চলুন দেখি কিকরে এ কাজটি করতে হয়।

প্রথমে Mozilla Firefox খুলুন এবার মেন্যু বারের HELP> Troubleshooting information এ ক্লিক করুন। এখানে Open Containing Folder এ ক্লিক করলে একটা Folder খুলবে। folderটির location হবে C:\Documents and Settings\Administrator\Application Data\Mozilla\Firefox\Profiles\o5thm5tv.defalt
এবার এ location এর সব ফাইল copy করে ব্যাকআপ হিসেবে অন্য জায়গায় রেখে দিন।
এবার অপারেটিং সিস্টেম সেটআপ করার পর Mozilla Firefox সেটআপ করতে হবে। এর পর Mozilla Firefox ওপেন করে নতুন করে ট্যাব নিয়ে আ্যড্রেস বারে about:support লিখে এন্টার চাপতে হবে। এবার ব্যকাপ করা Folder copy করে আগের location (C:\Documents and Settings\Administrator\Application Data\Mozilla\Firefox\Profiles\o5thm5tv.defalt) এ past করতে হবে। এবার Mozilla Firefox রিস্টার্ট করতে হবে।
বিস্তারিত দেখতে হলে http://www.youtube.com/watch?v=cQXUdwGVbLY  থেকে ভিডিওটি দেখে নিন।

বন্ধুরা আজ এ পর্যন্তই, প্রীয়জনকে নিয়ে থাকো ভালো থাকো এই কামনায় এখানেই বিদায় নিচ্ছি,আল্লাহ হাফেজ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন