ছাত্র জীবনের জরুরী বিষয় সমূহ

কেমন আছো বন্ধুরা? আমি ভাল আছি তোমরা ভালতো? আজ আমি তোমাদের জন্য খুব জরুরী একটা বিষয়ের কথা বলব। এটা আমাদের ভবিষ্যৎ এর জন্য অনেক কাজে দিবে। যারা এখনো চাকুরী করছো না। কিন্তু করবে ভাবছো তোমাদের এবং আপনাদের সবার জন্য আমি এ উপোদেশ গুলো যোগার করেছি অনেক কস্ট করে। যদি এগুলো বিন্দুমাত্র ও কাজে আসে পবে আমি নিজেকে ধন্য মনে করব। সেই উপোদেশ গুলো হলো-
*ইন্টার পারসনাল স্কিল, স্পোকেন ও রিটেন কমিনিউকেশন স্কিল বারিয়ে তুলুন। *লিডারশিপ ও টিম ওয়ারক করার দক্ষতা আয়ত্ত করুন। *পাড়াশনার পাঠ শেষ হলেও যোগাযোগ রাখুন পরিচিতজনদের সাথে। *জব ফেয়ারর, ক্যরিয়ার, রিলেটেড ফিল্ডে যাতায়াত বাড়িএ দিন। *পার্ট্টাইম জবে ডুকুন, সেটা বাস্তব অভিজ্ঞতা হিসিবে কাজে আসবে। *ইংরেজি, কম্পিউটারের দক্ষতা বারাতে সামাজিক বিভিন্ন কর্মকান্ডে যোগ দিন। *কাথা বলুন প্রান খুলে, জড়তা ছাড়া উচ্চারন অনেক বেসি জ্ররুরি। *জীবন বিত্তান্ত ও কভার লেটার তৈ্রিতে সতর্ক হন। *বিভিন্ন ধরনের চাক্রির জন্য আলাদা আলাদা সিভি বা রিজম তৈরি করুন। সম্ভব হলে আপনার সিভি বা রিজমটি কোনো অধ্যাপক বা সংশ্লিস্ট পেশায় আছেন এমন কাউকে দেখিয়া নিন । *সব শেষে ইন্টারভিউ এর প্রস্তুতি নিন। তাহলে বন্ধুরা এ পর্যন্তই আবার কথা হবে, ভাল থেকো কিন্তু...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন