মোবাইল ব্যবহার

কেমন আছেন সবাই ?আশা করি সবাই ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। বন্ধুরা আমরা সবাই মোবাইল ব্যবহার করি কিন্তু আমরা কেউ কি এ বিষয় গুলো লক্ষ রাখি? চলুনতো একবার দেখি সে বিষয় গুলো কী?
*শ্রুতিমধুর রিংটোন ব্যবহার। *ইঙ্কামিং কলের ক্ষেত্রে নিজের কথা শেষ হলেই সংযোগ বিচ্ছিন্ন না করা। *অপরিচিতদের ফোন বা মেসেজ পাঠিয়ে বিরক্ত না করা। *আপনাকে কেউ বিরক্ত করলে উত্তেজিত না হওয়া। এ ক্ষেত্রে আপনি সম্পুরন অনাগ্রহ প্রকাশ করুন। *মানুষকে দেখানোর জন্য যেখানে সেখানে অকারনে মোবাইল প্রদর্শন না করা। *কখোনই অনুমুতি ছাড়া অন্যের মোবাইল না ধরা। *কাউকে অশালীন মেসেজ না দেওয়া। *কাউকে সামনে বসিএ রেখে অযথা মোবাইলে কথা না বলা। *রিংটোন আছতে বাজানো। *শিশুদের কাছে মোবাইলে না রাখা। *যেখানে সেখানে মোবাইল নাম্বার না লিখা। *রাস্তায় হাটতে হাটতে কথা না বলা। *মোবাইলে আছতে কথা বলা। বন্ধুরা আজ আর নয়। আসা করি তোমরা সব সময় উক্ত বিষয় গুলো মনে রাখবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন