স্টাডি সারকেলে


কেমন আছেন সবাই ?আশা করি সবাই ভালো আছেনআমিও আপনাদের দোয়ায় ভালো আছি
বন্ধুরা আমরা যারা পড়ালেখা করি কেউ কি কোনো স্টাডি সারকেল এর সাথে যুক্ত? উত্তর যাই হোক, ভালো ফলাফলের জন্য স্টাডি সারকেলে খুব প্রয়োজন। আর স্টাডি সারকেল তৈরীর জন্য নিচের বিষয় গুলো লক্ষ রাখা অনেক জরুরী
চলুনতো একবার দেখি সে বিষয় গুলো কী?

১. স্টাডি সারকেলে পারস্পারিক আলচনায় অনেক অস্পস্ট বিষয় নিয়ে আলোচনা করা।
২. বিষয় ভিত্তিক পারদর্দশীদের নিয়ে স্টাডি সারকেল গড়লে সুফল পাওয়ার সম্ভাবনা বেশি।
৩. পড়ার বিষয় নিয়ে সবার সাথে আলোচনা করলে সেটা মনে রাখা সহজ হয়।
৪. সামপ্রতিক গুরুত্তপূর্ণ বিষয় গুলোকে আলোচনায় স্থান দেওয়া।
৫. স্টাডি সারকেলে একটি নির্দিস্ট সময় ইংরেজী চর্চার জন্য বরাদ্দ রাখা।
৬. প্রতিটি সদস্যকে পড়াষোনায় মনযোগী দেওয়া।
৭. একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ হওয়া।

বন্ধুরা আজ এ পর্যন্তই, প্রীয়জনকে নিয়ে থাকো ভালো থাকো এই কামনায় এখানেই বিদায় নিচ্ছি,আল্লাহ হাফেজ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন