টাচস্ক্রিন মোবাইল এর যত্ন ( Care of touch screen mobile)


কেমন আছেন সবাই ?আশা করি সবাই ভালো আছেনআমিও আপনাদের দোয়ায় ভালো আছি আমরা অনেকেই টাচস্ক্রিন মোবাইল ব্যাবহার করি। কিন্তু এর যত্ন সম্পর্কে আমরা কতটুকু সচেতন? আসুন আজ আমরা এ ব্যাপারটি জেনে নেই। আর যারা জানি তারা আবার মিলিয়ে নেই।

* ঘাম বা পানি থেকে ব্যাবহারকারিকে সতর্ক থাকতে হবে ।
* পর্দায় ধুলা ময়লা যেন না লাগে ।
* টাচ পেন পরিস্ককার রাখুন ।
* পর্দায় জোড়ে চাপ দিবেন না ।
* মোবাইলে যেন রোদ না লাগে ।
* সাবান বা বিশেষ দ্রবন পর্দা পরিস্ককারের জন্য ব্যাবহার করবেন না।
* পর্দা পরিস্ককারের জন্য  নরম কাপর ব্যাবহার করুন।
* পর্রিস্ককারের সময় মোবাইল বন্ধ করে নিন।
* অধিক নিরাপত্তার জন্য বিশেষ মোড়ক ব্যাবহার করতে পারেন।
বন্ধুরা আজ এ পর্যন্তই, প্রীয়জনকে নিয়ে থাকো ভালো থাকো এই কামনায় এখানেই বিদায় নিচ্ছি,আল্লাহ হাফেজ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন