twitter


কেমন আছেন সবাই ?আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় ভালো আছি
বন্ধুরা আমরা অনেকেই হয়তো twitter ব্যবহার কর। কিন্তু এর উদ্ভাবক কে তাকি জান? এটা কিন্তূ আমাদের জানা প্রয়োজন। আর যদি জেনে থাকো তাহলে আর একবার মিলিয়ে নাও। হ্যাঁ বন্ধুরা আজ আমি 'জ্যাক ডরসি'র সম্পর্কে বলব। তাহলে চলো দেখি তার অতি সংক্ষিপ্ত জীবন কথা।
twitter এর উদ্ভাবক জ্যাক ডরসি। ডরসি' জন্ম ১৯৭৬ সালের ১৫ নভেম্বর, মিসৌ্রিতে। স্কুলে পড়া অবস্থায় মাত্র ১৫ বসর বয়সে তিনি তৈরি করেন 'ট্যাক্সি ক্যাব সফটয়্যার' এটির মাধ্যমে ট্যাক্সি চালকদের মাঝে যোগাযোগ এবং তাদের নিয়ন্ত্রন করা হতো। পরবর্তীতে তিনি কম্পিউটার বিজ্ঞানে মিসৌ্রি বিশ্ব বিদ্যালয়ে ভর্তি হয়। কিন্তু পড়াশোনা শেষ করতে পারে না। এখান থেকে ক্যালিফোনিয়ায়। ২০০০ সালে নিজের প্রতিস্ঠয়ানে দ্রত তথ্য পৌছেদেয়া সফটয়্যার এর কাজ শুরু করেন। সফটয়্যারটির ধারনাছিল কোন মানুষ তার বন্ধুদের যেকনো সময় প্রযুক্তি ব্যবহার করে মনের কথা শেয়ার করতে পারবে। এ ধারনা থেকে twitter এর জন্ম। মাত্র ২ সপ্তাহের মধে ডরসি একটি ওয়েব সাইট তৈরি করেন। যেখানে সঙ্গে সঙ্গে বার্তা শেয়ার করা যায় সকল বন্ধুদের সাথে, তবে সেটা ১৪০ অক্ষরের মধ্যে হতে হবে। ২০০৬ সালে সালের ১ মার্চ ডরসি ১ম টুইট করেন, 'জাস্ট সেটিং আপ মাই টুইটার'। মুহুর্তে বদলে গেল পৃ্তথিবী, অবাক বিস্ময়ে প্রযুক্তিপ্রেমীরা লুফেনিল টুইটেরকে। আর তারকা বনে গেলেন জ্যাক ডরসি।

বন্ধুরা আজ এ পর্যন্তই, প্রীয়জনকে নিয়ে থাকো ভালো থাকো এই কামনায় এখানেই বিদায় নিচ্ছি,আল্লাহ হাফেজ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন